শরীয়াহ কাউন্সিল

আজ ৩রা আগষ্ট, ২০২৩ বায়রা লাইফে শরীয়াহ কাউন্সিল গঠনের জন্য প্রথম প্রস্তুতি সভা করা হয়।মুহতারাম অধ্যক্ষ জনাব সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী মহোদয়কে শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান এবং অধ্যাপক শায়েখ জনাব এবিএম মাসুম বিল্লাহ মহোদয়কে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব করা হয়। খুব শীঘ্রই শরীয়াহ কাউন্সিল গঠন করা হবে এবং আগামীতে বায়রা লাইফ একটি পূর্নাঙ্গ ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত কোম্পানীতে পরিণত হবে ইনশাআল্লাহ। ছবিতে বাঁ থেকে যথাক্রমে মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শরীয়াহ কাউন্সিলের অধ্যাপক শায়েখ জনাব এবিএম মাসুম বিল্লাহ, বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান মফিজুর রহমান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক (সার্বিক)-প্রশাসন জনাব এনায়েত আলী খান, সিএফও ও কোম্পানী সচিব জনাব মুহম্মদ মামুন খান।