বায়রা লাইফের নতুন দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান মফিজুর

বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্যদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেছেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও কলম্বিয়া গ্রুপের চেয়ারম্যান মফিজুর রহমান চৌধুরী । গতকাল কোম্পানীর সরকার নিযুক্ত প্রশাসক তার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন । পর্যদের অন্যরা হলেন - ভাইস চেয়ারম্যান মো. রফিকূল হায়দার ভূইয়া, পরিচালক মো. ফরিদ আহমেদ, মোহাম্মদ মাহমুদুল হক, মোহাম্মদ নাসির উদ্দিন ও ওয়াহিদুর রহমান । এর আগে বীমা আইন ২০১০ এর ১৯ ধারা মোতাবেক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রশাসক মো. হুমায়ূন কবিরকে ১ ফেব্রুয়ারী থেকে প্রশাসক পদ থেকে অব্যাহতি দেয় এবং নতুন পরিচালনা পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন ।

বায়রা লাইফের নববর্ষ উদযাপন - ১৪৩২

গত ১৫/০৪/২০২৫ ইং তারিখে বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে বাংলা নববর্ষ ১৪৩২ স্বল্প পরিসরে অনাড়ম্বর পরিবেশে উদযাপন করা হয়। এতে মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মুহম্মদ মামুন খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব প্রণব কুমার দাস, কনসালট্যান্ট জনাব এনায়েত আলী খান স্যার সহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।